২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:৩৯:৩২ অপরাহ্ন


রুশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ!
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২৩
রুশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ! আইফোন। ছবি: সংগৃহীত


অ্যাপলের মোবাইল ফোন এবং ট্যাবলেটের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে আমেরিকা- এমনটাই দাবি করেছে রুশ গোয়েন্দারা। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে দেশটির ডিজিটাল ডেভলপমেন্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আইফোন ও আইপ্যাড ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাশিয়ার ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।
 
শাদায়েভ বলেন, ‘কর্মক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার এবং ইমেইল করতে অ্যাপলের মোবাইল, স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়ের কর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ব্যক্তিগত প্রয়োজনে তারা আইফোন ব্যবহার করতে পারবেন।’
 
রয়টার্স জানিয়েছে, দুই মাস আগে আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছিল রুশ গুপ্তচর সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। আমেরিকার ওই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে তাদের অভিযোগ, গুপ্তচরবৃত্তির জন্য অ্যাপলের সহায়তা নিয়েছে আমেরিকা।
 
তবে রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ায় নিজেদের যাবতীয় পণ্য বিক্রি বন্ধ করেছে অ্যাপল। এমনকি ‘অ্যাপল পে’-র মতো পরিষেবাও কাটছাঁট করেছে তারা। সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ নিয়ে অ্যাপলের বিরুদ্ধে ভুল তথ্যসমৃদ্ধ কনটেন্ট পরিবেশনের অভিযোগ করেছে রুশ প্রশাসন। সেই অভিযোগে অ্যাপলকে জরিমানাও করা হয় একটি রুশ আদালতে।