২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৫:৩৮:৫৮ অপরাহ্ন


ফিলাডেলফিয়ায় 'মানবতার জন্য কুরআনের নির্দেশিকা' শীর্ষক সম্মেলন ১৮ আগষ্ট
ইমা এলিস/ নিউ ইয়র্ক:
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৩
ফিলাডেলফিয়ায় 'মানবতার জন্য কুরআনের নির্দেশিকা' শীর্ষক সম্মেলন ১৮ আগষ্ট ফিলাডেলফিয়ায় 'মানবতার জন্য কুরআনের নির্দেশিকা' শীর্ষক সম্মেলন ১৮ আগষ্ট


যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগষ্ট (শুক্রবার) শুরু হচ্ছে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী ২০ আগষ্ট পর্যন্ত। 'মানবতার জন্য কুরআনের নির্দেশিকা' এ শ্লোগানে এবারে প্রায় ২০ হাজার ধর্মপ্রান মুসলমান অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছেন।

সম্মেলনে ইসলামি চর্চা ছাড়াও থাকবে সেমিনার, ছোটদের অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রেগ্রাম ও ইয়থ প্রোগ্রোম। ৪টি মহাদেশ থেকে ইসলামিক চিন্তাবিদরা উক্ত সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।