২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:১০:৩১ অপরাহ্ন


রাসিক মেয়র লিটনের রোগমুক্তি কামনায় মহানগর কৃষকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃফায়সাল হোসেন
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
রাসিক মেয়র লিটনের রোগমুক্তি কামনায় মহানগর কৃষকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিক মেয়র লিটনের রোগমুক্তি কামনায় মহানগর কৃষকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

রবিবার (২৩ জানুয়ারি) বাদ আসর তাঁর সুস্থতা কামনা করে বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, সহ-সভাপতি এ এইচ এম আশিকুজ্জামান (শাওন), মুর্শিদ কামাল রানা, মুঞ্জুরুল ইসলাম বিপ্লব, আব্দুল লতিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুকুল হোসেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইলিয়াস আলী।

আরও উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগ ও এর অন্তর্গত থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

রাজশাহীর সময় /এএইচ