ওতোনিয়েল নামে পরিচিত কলম্বিয়ার কুখ্যাত মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাটকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত। তার প্রকৃত রাম দাইরো আন্তোনিও উসুগা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি একজন কুখ্যাত কোকেন পাচারকারী। নয় বছরের বেশি সময় ধরে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী গ্যাংয়ের নেতা ছিলেন তিনি। অপরাধমূলক কর্মকান্ড এবং মাদক চোরাচালানের জন্য জানুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
মঙ্গলবার সাজা ঘোষণার সময় উসুগা বলেছিলেন, তিনি তার কাজের জন্য দুঃখিত। ৫১ বছর বয়সী এই অপরাধী বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার সরকারের কাছে, পাশাপাশি আমি যেসব অপরাধ করেছি তার ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইছি।’
প্রসিকিউটররা তাকে পাবলো এসকোবারের পর সবচেয়ে উল্লেখযোগ্য কলম্বিয়ান মাদক পাচারকারী হিসেবে বর্ণনা করেছেন। তিনি প্রায় ১ লাখ কিলোগ্রাম কোকেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে ভূমিকা রেখেছিলেন বলে জানা গেছে৷
ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তাকে বিশ্বের সবচেয়ে সহিংস এবং মারাত্মক মাদক পাচারকারীদের একজন বলে আখ্যা দিয়েছে।
উসুগাকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য গত বছর তাকে প্রত্যর্পণ করা হয়। তার আইনজীবীরা তাকে যেন ২৫ বছরের বেশি সাজা না দেওয়া হয় সেই আবেদন করেছেন।
আইনজীবীদের যুক্তি, গ্রামীণ দারিদ্র্য জীবনে বেড়ে ওঠা উসুকা নিজ দেশে গেরিলা যুদ্ধ দেখেছে। এত বড় একজন অপরাধী হিসেবে গড়ে ওঠার জন্য এই পরিবেশ অনেকাংশে দায়ী। সে পরিবেশের কারণেই অনেকটা বাধ্য হয়ে এই জীবনের পথে পরিচালিত হয়েছে।
কিন্তু বিচারক দোরা ইরিজারি এবং মামলার সভাপতিত্বকারী মার্কিন জেলা বিচারক এই যুক্তি প্রত্যাখ্যান করেছেন।
উসুগা তার দোষী আবেদনের অংশ হিসেবে মাদকের ২১৬ মিলিয়ন অর্থ হস্তান্তর করেছেন। তিনি কলম্বিয়ার গাল্ফ ক্ল্যান কার্টেলের নেতা ছিলেন, যেটি দেশের অন্যতম শক্তিশালী এবং নৃশংস গ্যাং।
এই গ্যাংটি অনেক প্রদেশে কাজ করেছে এবং ব্যাপক আন্তর্জাতিক সংযোগ রয়েছে তাদের। তারা মাদক ও মানুষ চোরাচালান, অবৈধ সোনার খনি এবং চাঁদাবাজির মতো অপরাধের সঙ্গে জড়িত। এমনকি কলম্বিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং রাশিয়া পর্যন্ত মাদক পাচারের জন্য ব্যবহৃত অনেক রুট নিয়ন্ত্রণ করে থাকে এই গ্যাং।