এবার রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এদিকে, দোনেৎস্কের কাছে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে রাশিয়া।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার একদিনের মাথায় দোনেৎস্কে পাল্টা হামলা চালায় জেলেনস্কি বাহিনী। মঙ্গলবার (৮ আগস্ট) রুশ নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন।
শহরের মেয়র জানিয়েছেন, নতুন করে এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের একটি হাসপাতাল, আবাসিক ভবনসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা।
একইদিন ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়াও। দোনেৎস্ক অঞ্চলের কাছের একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জেলেনস্কি বাহিনীর সেনাসদস্য নিহত এবং সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইউক্রেন। প্রয়োজনে রাশিয়ার বন্দরেও হামলা চালানো হবে বলেও জানান তিনি।
তবে অস্ত্র স্বল্পতা, নিষিদ্ধ মাইন ব্যবহারসহ নানা কারণে পাল্টা হামলা চালানোর গতি কমে গেছে বলেও স্বীকার করেছেন জেলেনস্কি।