২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৮:৩৯:২৯ অপরাহ্ন


পাকিস্থানের বালোচিস্তান প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণ, মৃত ৭
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৩
পাকিস্থানের বালোচিস্তান প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণ, মৃত ৭ ছবি: সংগৃহীত


ফের পাকিস্থানের বালোচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার রাতে বালোচিস্তানের পাঞ্জগুর এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে স্থানীয় প্রশাসনের এক নেতাও রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনায় বালগাতারের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুবেরও মৃত্যু হয়।

পাঞ্জগুরের ডেপুটি কমিশনারের মতে, সোমবার রাতে সেই সময় ইয়াকুব বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। গাড়ি যখন চাকার বাজারের কাছে এসে পৌঁছায়, দুষ্কৃতীরা ইয়াকুবের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। দুর্ঘটনায় বাকি মৃতদের মধ্যে মহম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ ফিদা হুসেন, সরফরাজ এবং হায়দারদের শনাক্ত করা গেছে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন ফ্রন্ট। পাকিস্থানি সেনার সঙ্গে অব্যাহত রয়েছে এই বালোচ লিবারেশন ফ্রন্টের তরজা। এই হিংসার বলি হচ্ছে সাধারণ মানুষ।