আগামী সেপ্টেম্বরের ৮ তারিখ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী। কিন্তু তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনও আয়োজন করবেন না ছেলে রাজা তৃতীয় চার্লস। খবর এনডিটিভির।
শুক্রবার (৪ আগস্ট) রাজ পরিবারের এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন।
বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেছেন রানীর মৃত্যুর দিনটি জনসাধারণের সঙ্গে উদযাপন করার মতো কোনও দিন না। এদিন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা শান্তভাবে এবং একান্তে দিনটি কাটাবেন।
গত বছরের ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বালমোরাল ক্যাসল প্রাসাদে তিনি মৃত্যুবরণ করেন।
দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি ) মৃত্যুর আগে তিনি ছিলেন যুক্তরাজ্য এবং আরও ১৫ টি কমনওয়েলথ রাজ্যের রাণী। এলিজাবেথ লন্ডনের মেফেয়ারে ইয়র্কের ডিউক এবং ডাচেস (পরে রাজা জর্জ এবং রাণী এলিজাবেথ)-এর প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।
তার বাবা ১৯৩৬ সালে নিজের ভাই রাজা অষ্টম এডওয়ার্ডের পরে সিংহাসনে আরোহণ করেছিলেন। আর সেই সময় থেকেই এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। তিনি বাড়িতে ব্যক্তিগতভাবে শিক্ষিত হয়েছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ স্থলসেনাবাহিনীর নারী বিভাগ অগজিলিয়ারি টেরটোরিয়াল সার্ভিসে (Auxiliary Territorial Service) কর্মরত থেকে জনসাধারণের দায়িত্ব পালন শুরু করেছিলেন। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন। এলিজাবেথ-ফিলিপ দম্পতির চারটি সন্তান হয়: ওয়েলসের যুবরাজ চার্লস; রাজকুমারী অ্যান; ইয়র্কের ডিউক যুবরাজ অ্যান্ড্রু; এবং ওয়েসেক্সের আর্ল যুবরাজ এডওয়ার্ড।