ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৯ জুলাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে ১১ জন জেলে ‘এফবি জোবায়েদ’ নামের ফিশিং বোটে মাছ ধরতে সাগরে যায়। মাছ ধরা শেষে ফেরার পথে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে জেফোড পয়েন্টের কাছে বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।
পরে ওই এলাকার কাছাকাছি বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট দুবলা বিষয়টি জানতে পেরে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠায়। তারা আনুমানিক বেলা ১১টার দিকে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটসহ নিরাপদে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে আসে। পরে উদ্ধার জেলেদের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
উদ্ধার হওয়া ফিশিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।