২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৭:৫৬:০৫ অপরাহ্ন


তফসিল ঘোষণার পর ইসির সঙ্গে কাজ করবে ফেসবুক
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৩
তফসিল ঘোষণার পর ইসির সঙ্গে কাজ করবে ফেসবুক নির্বাচন কমিশন ও ফেসবুকের লোগো


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর সব ধরনের গুজব, আপত্তিকর কন্টেন্ট ও অপপ্রচাররোধে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ফেসবুক কাজ করতে চায় বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশনের একটি টিম প্রধান ইসির সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ বলেন, তাদের (ফেসবুক) পক্ষ থেকেই আলোচনার আগ্রহ দেখানো হয়েছে। পরে একজন মুখপাত্র নিয়োগ দেয়া হবে যিনি প্রতিষ্ঠানটির সঙ্গে সমন্বয় করবেন।