২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:৪৯:২৪ অপরাহ্ন


চীনে বন্যায় ২০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
চীনে বন্যায় ২০ জনের প্রাণহানি চীনে কয়েকদিনের প্রবল বর্ষণে ঘর-বাড়ি, রাস্তাঘাটসহ অসংখ্য ফসলি জমি ও স্থাপনা তলিয়ে গেছে। ছবি: সংগৃহীত


শক্তিশালী টাইফুন ডকসুরির প্রভাবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে চীনের রাজধানী বেইজিংসহ দেশটির উত্তরাঞ্চলে। টানা চারদিনের প্রবল বর্ষণে দেশটির উত্তরাঞ্চলে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭ জন।

মঙ্গলবার (১ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, দিয়েছে চীনের রাজধানী বেইজিংসহ দেশটির উত্তরাঞ্চলে একটানা কয়েকদিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাটসহ অসংখ্য ফসলি জমি ও স্থাপনা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজট। বন্ধ রয়েছে রেলওয়ে স্টেশন।
 
বন্যার কবলে পড়েছে দেশটির হেবেই প্রদেশও। ভেঙে গেছে বৈদ্যুতিক খুটি। প্লাবিত বিভিন্ন এলাকা। রাস্তা-ঘাট ভেঙে পড়ায় অবর্ণনীয় কষ্টে দিন পাড় করছেন বাসিন্দারা। জরুরি ভিত্তিতে ফোন পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় আটকে পড়াদের উদ্ধার অভিযানে নামছে ফায়ার সার্ভিস।
  
মঙ্গলবার রাজধানী বেইজিং, হেবেই প্রদেশসহ অন্যান্য বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করেছে দেশটির সেনাবাহিনী। এসময় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গরম কাপড় পৌঁছে দেন তারা। এরই মধ্যে প্রায় ১ লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল।
 
এদিকে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।
 
দুর্যোগ পূর্ণ আবহাওয়ার একই চিত্র ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় বুলাকান প্রদেশে। টাইফুন ডকসুরি ও টাইফুন খানুনের সম্মিলিত আঘাতে প্লাবিত নিম্নাঞ্চল। অব্যাহত রয়েছে ভারি বর্ষণ। এতে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। ঘর-বাড়ি পানির নিচে চলে যাওয়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। চলাচলের বাহন হিসেবে তাদের ব্যবহার করতে হচ্ছে ছোট ছোট নৌকা।