২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:৪৬:২০ অপরাহ্ন


মায়ানমারে সুচির কারাবাসের মেয়াদ কমিয়েছে সামরীক সরকার
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২৩
মায়ানমারে সুচির কারাবাসের মেয়াদ কমিয়েছে সামরীক সরকার মায়ানমারে সুচির কারাবাসের মেয়াদ কমিয়েছে সামরীক সরকার


অবশেষে  মায়ানমারের সামরিক সরকার নেত্রী আয়ুং সান সুচির কারাবাসের মেয়াদ কিছুটা কমিয়ে দিল। তাঁর সঙ্গেই ৭০০০ জেলবন্দির কারাবাসের মেয়াদ কমানো হয়েছে। তবে সুকির বয়স বর্তমানে ৭৮। তাঁকে ৩৩ বছর কারাবাসের মধ্য়ে এখনও ২৭ বছর জেলের অন্দরে থাকতে হবে। অথবা গৃহবন্দি থাকতে হবে।

সূত্রের খবর, এই ক্ষমার অর্থ হল তার জেলের মেয়াদ ৬ বছর কমছে। নোবেল পুরস্কার প্রাপ্ত সুকি। গত সপ্তাহে তিনি জেল থেকে হাউস অ্য়ারেস্টে এসেছেন। সেই ২০২১ সাল থেকে তিনি বন্দি অবস্থায় কাটাচ্ছেন। তবে তিনি এখনই মুক্ত হতে পারছেন না বলে খবর।

সুকির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তিনি করোনা বিধি মানেননি। অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার করতেন। স্টেট এমআরটিভির রিপোর্ট অনুসারে এমনটাই জানা গিয়েছে। তবে আপাতত ৫টি মামলা থেকে তাকে রেহাই দেওয়া হয়েছে।

সব মিলিয়ে তার বিরুদ্ধে ১৯টি অপরাধের কথা উল্লেখ করা হয়েছিল।তাঁর অনুগামীরা দাবি করেছেন, মূলত নেত্রী যাতে আর রাজনীতিতে ফিরতে না পারেন সেকারণে এই পথ নেওয়া হয়েছে। এদিকে মায়ানমারের জুনটা শাসক দেশে জরুরী অবস্থা আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে ভোটও স্থগিত করে দিয়েছে। তার মধ্য়েই এবার সুকির কারাবাসের মেয়াদ কমানো হল। কিছু অপরাধের ক্ষমাও করা হয়েছে।

তবে সামরিক শাসক মিন আয়ুং হ্লায়িং সব মিলিয়ে ৭৭৪৯ জন বন্দিকে ক্ষমা করেছেন। বুদ্ধদেবের একটি বিশেষ দিনকে স্মরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১২৫জন বিদেশি বন্দিকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। জাতিগত সশস্ত্র বাহিনীর ৭২জনের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়েছে।

এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মায়ানমারে সামরিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে সব মিলিয়ে ২৪,১২৩জনকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময়কালের মধ্য়ে সব মিলিয়ে অন্তত ৩,৮৫৭জনকে খুন করা হয়েছিল মায়ানমারে।

এদিকে মিলিটারি স্টেট অ্য়াডমিনিস্ট্রেশন কাউন্সিল প্রাক্তন রাষ্ট্রপতি উইন মিন্টকেও ক্ষমা করেছে। সেই ২০২১ সালে সামরিক অভুত্থানের সময়তে গ্রেফতার করা হয়েছিল তাকেও। তার জেলবাসের মেয়াদ চার বছর কমানো হয়েছে। সূত্রের খবর দুজনকেই গৃহবন্দি রাখা হয়েছে বলে খবর।