২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৩০:৫০ পূর্বাহ্ন


বিশ্বের প্রবীণতম ব্যক্তির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২৩
বিশ্বের প্রবীণতম ব্যক্তির মৃত্যু ছবি: সংগৃহীত


মৃত্যু হল 'বিশ্বের প্রবীণতম ব্যক্তি' হোজে পাউলিনো গোমসের। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১২৭। ব্রাজিলের বাসিন্দা হোজে তাঁর মিনাস গেরাইসের পেড্রা বনিতার বাড়িতে শুক্রবার রাতে মারা গিয়েছেন। সংবাদমাধ্যম 'নিউইয়র্ক পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, হোজে-ই ছিলেন 'বিশ্বের প্রবীণতম ব্যক্তি'।

এক সপ্তাহ পরেই নাকি তিনি ১২৮ বছরে পা দিতেন। সাত সন্তান, ২৫ জন নাতি-নাতনি, ৪২ পুতি এবং ১১ জন নাতির নাতি রেখে মারা গিয়েছেন হোজে। তাঁর পরিবার জানিয়েছে,হোজে সাধারণত চাষবাস এবং পশুপালন নিয়ে থাকতেন। মাঝেমধ্যে মদ্যপান করতে পছন্দ করতেন।

হোজের পরিবার জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ভুগছিলেন। শুক্রবার তাঁর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। শুক্রবার রাতেই মৃত্যু হয় তাঁর। গোমেসকে শনিবার সমাধিস্থ করা হয়েছে।

হোজের বিয়ের রেজিস্ট্রেশন শংসাপত্র অনুযায়ী তাঁর জন্ম ১৮৯৫ সালে। অর্থাত্‍, দু'টি বিশ্বযুদ্ধের সাক্ষী ছিলেন তিনি। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গিনেসে বুকে হোজ়ের নাম উঠবে কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস' অনুযায়ী, ১১৬ বছর বয়সি মারিয়া ব্রানিয়াস মোর 'বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি'। মোরের জন্ম ১৯০৭ সালের ৪ মার্চ। 'বিশ্বের প্রবীণতম জীবিত পুরুষ' হিসাবে নাম রয়েছে ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজের। তাঁর বয়স ১১৪ বছর।