২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৩০:১১ পূর্বাহ্ন


যুদ্ধে হারলেই পারমাণবিক হামলা চালাবে রাশিয়া !
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৩
যুদ্ধে হারলেই পারমাণবিক হামলা চালাবে রাশিয়া ! যুদ্ধে হারলেই পারমাণবিক হামলা চালাবে রাশিয়া !


যুদ্ধের যেকোনো মুহূর্তে ইউক্রেনে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া- এমন শঙ্কা অনেকেরই। এমন কিছু না ঘটলেও সম্প্রতি রাশিয়ায় পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তারই পরিপ্রেক্ষিতে ইউক্রেনে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

কিয়েভ পাল্টা হামলায় সফল হলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে বলে হুমকি দিয়েছেন বর্তমানে পুতিন প্রশাসনে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান পদে থাকা মেদভেদেভ। খবর রয়টার্সের। 

রোববার (৩০ জুলাই) সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনাদের যদি পিছু হটতে হয়, তাহলে রাশিয়াকে পাল্টা পরমাণু হামলার পথে হাঁটতেই হবে। এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের ডিক্রি রয়েছে।’  

মেদভেদেভ বলেন, ন্যাটোর সমর্থনে ইউক্রেন যে আক্রমণ চালাচ্ছে, যদি তা সফল হয় এবং তারা যদি আমাদের ভূখণ্ডের কোনো অংশ দখল করে; তাহলে আমরা রুশ প্রেসিডেন্টের ডিক্রি অনুসারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবো। এছাড়া আর কোনো উপায় থাকবে না।

‘আমাদের শত্রুদের উচিত, যাতে আমাদের যোদ্ধারা সফল হয় তার জন্য প্রার্থনা করা। গোটা বিশ্বে যাতে পরমাণু যুদ্ধ শুরু না হয়, তা তাদেরকেই নিশ্চিত করতে হবে,’ যোগ করেন তিনি।  

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ডিক্রি জারি করেছিলেন। ওই ডিক্রিতে বলা হয়, ‘রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে, তার জবাবে রুশ সেনারা গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারবে।’ 

মূলত এই ডিক্রির কথাই উল্লেখ করেছেন দিমিত্রি মেদভেদেভ।