২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪৪:২৩ পূর্বাহ্ন


সাত মাসের শিশুর পেট থেকে বেরোল দু’কেজির ভ্রূণ!
মেরিনা আক্তার জলি:
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৩
সাত মাসের শিশুর পেট থেকে বেরোল দু’কেজির ভ্রূণ! সাত মাসের শিশুর পেট থেকে বেরোল দু’কেজির ভ্রূণ!


সাত মাস বয়সি এক ছোট্ট শিশুর পেট থেকে ২কিলোগ্রাম ওজনের একটি ভ্রূণ বের করেছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সরোজিনী নাইডু চিলড্রেন হাসপাতালের চিকিৎসকরা! জানা গেছে, চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে ভ্রূণটি বার করা গেছে।

জানা গেছে, প্রতাপগড় জেলার কুন্ডা জেলার বাসিন্দা, এক কৃষকের সন্তান ওই ছোট্ট বাচ্চাটির পেট কয়েক দিন ধরেই বেশ ফুলে গিয়েছিল এবং ব্যথায় কাঁদছিল সে। তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গেছেন আগেই। এই অবস্থায় ২৪ জুলাই তাকে হাসপাতালের ওপিডিতে নিয়ে আসেন বাবা। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পরে একটি সিটি স্ক্যান করে দেখতে পান, শিশুটির পেটের ভিতরে রয়েছে বড়সড় এক ভ্রূণ!

এর পরেই অস্ত্রোপচার করে ওই ভ্রূণ বার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চার ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারের পরে বিপদ কাটে তার।

এই ঘটনা বিরল হলেও একেবারেই দেখা যায় না, এমনটা নয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়, ‘ফিটাস ইন ফিটু ।

চিকিৎসকরা জানাচ্ছেন, এক্ষেত্রে মাতৃগর্ভে পুষ্টি সংগ্রহ করে বাড়তে শুরু করে দ্বিতীয় ভ্রূণটি। ক্রমশ পরিণত হতে শুরু করে সেটি। আর তার শরীরের পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে প্রথম ভ্রূণটি। ফলে সেটিকে ‘মৃত’ ভ্রূণও বলা যায় না। প্রতি ৫ লক্ষ গর্ভবতী মহিলার ক্ষেত্রে মাত্র ১টি ফিটাস ইন ফিটু কেস দেখা যায়। এখনও পর্যন্ত সারা বিশ্বে মাত্র ৯০টি এমন ঘটনা দেখা গেছে বলে জানা গেছে।