১০ মে ২০২৪, শুক্রবার, ০৪:৫৪:০১ অপরাহ্ন


থানার ঝাড়ুদারের ঘুষিতে ইটভাটার ম্যানেজারের মৃত্যুর অভিযোগ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৩
থানার ঝাড়ুদারের ঘুষিতে ইটভাটার ম্যানেজারের মৃত্যুর অভিযোগ ফাইল ফটো


খুলনায় থানার ঝাড়ুদারের ঘুষিতে বাবুল মুন্সী (৫৫) নামে ইটভাটার এক ম্যানেজারের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর গগনবাবু রোডে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বাবুল মুন্সী নগরীর মুন্সিপাড়ার তৃতীয় গলির বাসিন্দা। তিনি স্থানীয় এনবিআই ইটগোলার ম্যানেজার ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাবুল মুন্সী গগনবাবু রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে বাবুল মুন্সীর পাশে এসে উচ্চ শব্দে হর্ন বাজাতে থাকে জেলা পুলিশের ঝাড়ুদার সাইফুল। বাবুল মুন্সি সাইফুলকে হর্ন বাজাতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে সাইফুল বাবুল মুন্সীকে উপর্যুপরি কিল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বাবুল। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নি ও খুলনা সদর থানার কনস্টেবল তানিয়া বলেন, সাইফুল প্রকাশ্য আমার মামাকে কিল-ঘুষি মেরে হত্যা করেছে। সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, সাইফুল জেলা পুলিশের ঝাড়ুদার হিসেবে কর্মরত। সে জেলা পুলিশের পরিত্যক্ত কোয়ার্টারে বসবাস করে। তাকে আটক করেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।