২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৩৬:০৫ পূর্বাহ্ন


পাকিস্তানে বোমা বিস্ফোরণ! আহত- ১২৩, মৃত্যু - ৩৯
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৩
পাকিস্তানে বোমা বিস্ফোরণ! আহত- ১২৩, মৃত্যু - ৩৯ পাকিস্তানে বোমা বিস্ফোরণ! আহত- ১২৩, মৃত্যু - ৩৯


উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি রাজনৈতিক জমায়েতে হটাৎ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে ! এ ঘটনায় ইতিমধ্যেই ৩৯ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও ১২৩ জন। তাঁদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক!  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা । 

সূত্রের খবর, জামিয়াত উলেমা-ই-ইসলাম নামে একটি উগ্র ইসলামিক রাজনৈতিক দলের জমায়েত আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়ার খর শহরে। দলের একজন প্রবীণ নেতার ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আসার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩৯ জনের। খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার জানিয়েছেন, ১২৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। কে বা কারা এই বিস্ফোরণের ঘটনায় জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে নির্বাচনের আগে এই হামলার ঘটনায় আইসিসের হাত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে, কারণ কিছুদিন আগেও তারা এই দলটির উপর হামলা চালিয়েছিল।