২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪২:২১ পূর্বাহ্ন


কলম্বিয়ার প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৩
কলম্বিয়ার প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ছেলে নিকোলাস পেট্রো। ছবি: সংগৃহীত


মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বিবিসি। তার নাম নিকোলাস পেট্রো। তদন্তের অংশ হিসেবে নিকোলাস পেট্রোর সাবেক স্ত্রী ডেসুরিস ভাজকেজকেও গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি কলম্বিয়ার আটলান্টিকো প্রদেশের রাজনীতিবিদ। তবে নিকোলাস পেট্রো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। 

গুস্তাভো পেট্রোর শান্তি প্রচেষ্টা ও নির্বাচনী প্রচারের জন্য তার ছেলেকে মাদক পাচারকারীরা অর্থ দিয়েছিলেন এমন অভিযোগে নিকোলাস পেট্রোকে গ্রেপ্তার করা হয়।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির মাদক পাচারকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গত মার্চ মাসে দেশটির প্রসিকিউটরদের তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

গুস্তাভো পেট্রোর শান্তি প্রচেষ্টা ও নির্বাচনী প্রচারের জন্য তার ছেলেকে মাদক পাচারকারীরা অর্থ দিয়েছিলেন এমন অভিযোগে নিকোলাস পেট্রোকে গ্রেপ্তার করা হয়।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির মাদক পাচারকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গত মার্চ মাসে দেশটির প্রসিকিউটরদের তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন।