২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪০:২৫ পূর্বাহ্ন


১৬ ঘণ্টার পার হলেও নিয়ন্ত্রণে আসেনি বারুইপুর কারখানার আগুন
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৩
১৬ ঘণ্টার পার হলেও নিয়ন্ত্রণে আসেনি বারুইপুর কারখানার আগুন ১৬ ঘণ্টার পার হলেও নিয়ন্ত্রণে আসেনি বারুইপুর কারখানার আগুন


বারুইপুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগ্নিকান্ডর ঘটনা ঘটেছে। শনিবার রাত রাত ৯টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে  ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচঘোড়া মোড়ে একটি প্লাস্টিকের কারখানায় হটাৎই আগুন লেগে যায়। সেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। রাত গড়ালে আগুনের দাপটের সঙ্গে বাড়তে থাকে দমকলের সংখ্যা। 

শনিবার যখন আগুন লাগে, তখন কারখানায় পুরোদমে কাজ চলছিল। আগুনের লেলিহান শিখা দেখে কারখানা ছেড়ে বেরিয়ে আসেন কর্মীরা। রবিবার সকাল থেকেই কর্মীরা ভিড় করতে শুরু করেন কারখানার বাইরে। তাঁদের চোখে মুখে শুধু চিন্তা ছাপ।

মাসের শেষে এমন ঘটনা ঘটায় বেতন পাবেন কিনা সেই নিয়েই উদ্বিগ্ন কর্মীরা। শুধু তাই নয়, নতুন কাজ পাওয়া নিয়েও চিন্তায় পড়েছেন তাঁরা। দমকল বাহীনির সদস্যরা বলছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে রবিবার সারাদিন লেগে যেতে পারে।