২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪৭:১৪ পূর্বাহ্ন


দামেস্কে শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৩
দামেস্কে শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৬ ফাইল ফটো


সিরিয়ায় শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত । বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে এই বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ২০ জনেরও বেশি। বিস্ফোরণস্থলের কাছাকাছি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে।

বৃহস্পতিবার সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া তীর্থস্থান সাইয়েদা জয়নাবের মাজার। এর কাছেই একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণটি ঘটে। এটিকে 'সন্ত্রাসী বোমা হামলা' বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, অজ্ঞাতব্যক্তিরা আগেই ট্যাক্সিতে একটি বোমা রেখে দেয়। সেখান থেকেই বিস্ফোরণটি হয়। বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে । এই বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি।