ফেসবুকে আলাপ হওয়া প্রেমিকের টানে এ বার ভারত থেকে পাকিস্তানে পাড়ি দিয়েছেন ৩৪ বছর বয়সি গৃহবধূ অঞ্জু ৷ উত্তরপ্রদেশের বাসিন্দা ওই গৃহবধূ বর্তমানে থাকেন রাজস্থানের আলওয়াড়ে ৷ তিনি চলে গেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৷ তাঁর ২৯ বছর বয়সি প্রেমিক নসরুল্লার কাছে।
সূত্রে জানা যায়, তিনি আপাতত রয়েছেন পাকিস্তানের আপার ডির জেলায়৷ প্রেমিকের টানে পাকিস্তানে প্রবেশ করা অঞ্জুর উপর কড়া নজর রাখছেন সে দেশের গোয়েন্দারা ৷ তবে সীমার সঙ্গে বড় পার্থক্য আছে অঞ্জুর৷ গোয়েন্দাদের দাবি, সীমা পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন বেআইনি ভাবে৷ অন্যদিকে অঞ্জু সব নিয়ম পালন করে ওয়াঘা সীমান্ত পেরিয়ে আইনি পথে পড়শি দেশে গিয়েছেন বলেই জানা যাচ্ছে ৷ তার পরও প্রথমে তাঁকে এবং তাঁর বিশেষ বন্ধু, পেশায় চিকিৎসার সঙ্গে জড়িত নসরুল্লাকে নিজেদের হেফাজতে রেখেছিল পাকিস্তান পুলিশ ৷ পরে তাঁর নথিপত্র পরীক্ষা করে দেখার পর মুক্তি দেয় জেলা পুলিশ ৷
অঞ্জু জানিয়েছেন, তিনি এই প্রথম পাকিস্তানে গিয়েছেন ৷ তবে কোনও বিয়ের পরিকল্পনা নেই সেখানে ৷ একমাসের জন্য থাকতে গিয়েছেন সেখানে ৷ এদিকে রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় তাঁর বাড়িতে গিয়েছে রাজস্থান পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে অঞ্জুর স্বামী পুলিশকে জানিয়েছেন জয়পুরে যাবেন বলে বৃহস্পতিবার তাঁর স্ত্রী বাড়ি থেকে বার হন ৷ কিন্তু পরে পরিবার জানতে পারে পাকিস্তানে গেছে অঞ্জু ৷ তাঁর সঙ্গে বৈধ পাসপোর্ট রয়েছে ৷
রাজস্থানে নিজের পরিবারে অঞ্জুর দুই সন্তান রয়েছে৷ তাঁর মেয়ের বয়স ১৫ বছর ৷ ছেলে বয়স ৬ ৷ তবে অঞ্জুর বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি তাঁর পরিবার ৷ পুলিশের দাবি, কয়েক মাস আগে অনলাইনে আলাপ হয়েছে অঞ্জু এবং নসরুর ৷ তাঁরা অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখতেন ৷ এ ব্যাপারে কিছুই জানতেন না বলে তাঁর স্বামীর দাবি ৷