২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:১৯:৩৪ অপরাহ্ন


সুইডেনে কুরআন পোড়ানোয় যা বলল হেফাজত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৩
সুইডেনে কুরআন পোড়ানোয় যা বলল হেফাজত ছবি: সংগৃহীত


সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

শুক্রবার এক বিবৃতিতে হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান জঘন্য কর্মকাণ্ড। এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধের দাবিও জানায় হেফাজত।

বিবৃতিতে আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার নামে কুরআন অবমাননা ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ কোনোভাবেই বরদাশত করা যায় না। এই জঘন্য ঘটনা বিশ্বের মুসলমানদের হৃদয়ে চরমভাবে আঘাত হেনেছে। এ ঘটনায় সমগ্র মুসলিম বিশ্বের অন্তরে আজ রক্তক্ষরণ হচ্ছে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা জোরাল আহ্বান জানাচ্ছি।

কিছু দিন পর পর মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় মূল্যবোধে আঘাতের দায়ে