০৮ মে ২০২৪, বুধবার, ০৫:৪১:১৪ পূর্বাহ্ন


বখাটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৩
বখাটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে আগুন দেয়ার অভিযোগ বখাটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে আগুন দেয়ার অভিযোগ


কু-প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী মহানগরীতে এক গৃহবধূর বাবার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে জনি নামের এক বখাটের বিরুদ্ধে। 

রবিবার (২৮ মে) দিবাগত রাত আড়াইটায় নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধারের বসতিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে গৃহবধূর মা আনোয়ারা বেগম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর মা আনোয়ারা বেগম জানায়, আমার মেয়ে রিমা (২৯)। সে তিন সন্তানের জননী। অপরদিকে বখাটে জনি (৩৫) একই এলাকার নজুর ছেলে। সে একজন চরিত্রহীন ও মাদকাশক্ত বখাটে। দীর্ঘদিন যাবত আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছে। জনির কথায় রাজি না হলে বিয়ের প্রস্তাব দেয়। বলে, মেয়েকে বলো তার স্বামীকে তালাক দিয়ে তাকে যেন বিয়ে করে। নইলে তোমার বাড়িতে আগুন লাগিয়ে পুড়য়ে মেরে ফেলবো। তার এরুপ প্রস্তাবে আমার মেয়েকে জামাই তার বাড়ি চারঘাটে রেখে আসে। এতে বখাটে জনি ক্ষুদ্ধ হয়। 

ভুক্তভোগী আরও বলেন, ব্যবসার করণে মেয়ের জামাই আমার বাড়িতে থাকে। এরই ধারাবাহিকতায় জনি রবিবার (২৮ মে) বিকাল ৫টায় আমাকে বলে তোর মেয়েকে নিয়ে আয়। নইলে ঘরে আগুন লাগিয়ে তোর জামাইকে পুড়িয়ে মেরে ফেলবো। এদিন রাত আড়াইটার দিকে ঘরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের সহযোগীতায় পনি দিয়ে আগুন নিভাতে নিভাতেই দু’টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে জামাই ব্যবসার কাজে বাইরে থাকায় প্রাণে রক্ষা পায়। এর আগেও দুইবার বাড়িতে আগুন দিয়েছে জনি বলেও জানান ভুক্তভোগী।

একই এলাকার স্থানীয় সাবানা নামের এক গৃহবধূ জানায়, এর আগে জনি দীর্ঘদিন ধরে তাকেও কু-প্রস্তাব দেয়। এছাড়াও শারতী নামের এক মেয়েকে এতই বেশি অত্যাচার করেছে যে, সে এলাকা ছেড়ে অনত্র চলে গেছে।

আগুণে ঘর পুড়ে যাওয়ার ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগীর আনোয়ারা বেগম বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী জানান, আগুনে ঘর পুড়ে যাওয়ার ঘটনায় সরেজমিন পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তপূর্বক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।