ফের মৃত্যুর ছায়া বলিউডে। মুম্বইয়ের আন্ধেরিতে নিজের ফ্ল্যাটেই উদ্ধার হয় টেলি অভিনেতা আদিত্য সিং রাজপুতের মরদেহ ।
সোমবার বিকেলে ওই ফ্ল্যাটের বাথরুমে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আদিত্যের এক বন্ধু। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বি-টাউনে আদিত্য সিং রাজপুত খুবই পরিচিত নাম। অভিনেতা মডেল, কাস্টিং কো-অর্ডিনেটর হিসেবে পরিচিত তিনি। মুম্বইয়ের আন্ধেরির একটি বহুতলের ১১ তলায় থাকতেন তিনি। সোমবার বিকেলে সেই ফ্ল্যাটে যান আদিত্যর এক বন্ধু। সেই ফ্ল্যাটের বাথরুমে পড়ে থাকতে দেখেন আদিত্যকে। তৎক্ষনাৎ সেই বন্ধু ও আবাসনের নিরাপত্তারক্ষী তাঁকে নিয়ে যায় হাসপাতালে।
জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে আদিত্যকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, মাদকাসক্তি ছিলেন আদিত্য। বেশ পরিমাণ মাদকসেবন করার কারণেই মৃত্যু হতে পারে তাঁর। আদিত্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।
আদিত্য সিং রাজপুত দিল্লির ছেলে। সেখানেই বেড়ে ওঠা তাঁর। তারপর কেরিয়ারের কারণে মুম্বইয়ে পাড়ি দেন তিনি। মডেল হিসেবে কাজ শুরু করেন। অভিনয় জগতেও পা রাখেন। ‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধী কো নেহি মারা’-র মতো ছবিতে অভিনয়ও করেন। এমনকী বিজ্ঞাপনও করেছেন চুটিয়ে। বেশকিছু সিরিয়ালেও দেখা গেছে তাঁকে। আদিত্যর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউনে।