রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৩ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ সাদেকুল ইসলাম(৪০) ও ২নং মোঃ রাজিবুর রহমান রাজা(৩৫) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে।
মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আব্দুর রহমান(৫৫) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ জামাল হোসেন(৪৮) কে ৪গ্রাম হেরোইনসহ আটক করে।
ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ শাহজাহান আলী @ রুবেল(৩৩) ও ২নং মোঃ তাইনুস আলী(৪১) কে ৭০গ্রাম হেরোইনসহ আটক করে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহীর সময় / এএইচ