০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৩৬:২২ পূর্বাহ্ন


গৃহহীন-ভূমিহীনমুক্ত হচ্ছে রাজশাহীর তিন জেলা ও ৩২ উপজেলা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২৩
গৃহহীন-ভূমিহীনমুক্ত হচ্ছে রাজশাহীর তিন জেলা ও ৩২ উপজেলা ফাইল ফটো


আমাদের যেখানে নিজের পরিবার দূরে সরিয়ে দিয়েছে, সেখানে সরকার পাশে দাঁড়াবে কখনও কল্পনা করিনি। আমাদের জীবন আছে, কিন্তু আনন্দ নেই। মা-বাবা, ভাইবোন থেকেও নেই। সংসার নেই, স্বপ্ন নেই, বন্ধুবান্ধবও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমাদের একমাত্র ঠিকানা। আমাদের উপহারের ঘর দিয়ে অভিভাবকের ভূমিকা পালন করেছেন তিনি।

উপহারের ঘর পেয়ে এভাবেই নিজের অনুভূতি জানালেন রাজশাহীর পবা উপজেলার তৃতীয় লিঙ্গের সাথী খাতুন।

আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের ঘরগুলো আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে উপকারভোগীদের বুঝিয়ে দেবেন। এদিন রাজশাহী বিভাগের তিন জেলা (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট) এবং ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন তিনি।

চতুর্থ ধাপে সাথীসহ পবা উপজেলার তৃতীয় লিঙ্গের পাঁচ জন একটি করে ঘর পাচ্ছেন। এর মধ্যে রয়েছেন উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর এলাকার রুবেল হোসেন ওরফে রুবিনা, বড়গাছী ইউনিয়নের নাগশোষা গ্রামের সম্রাট ওরফে সুমী খাতুন, নওহাটা পৌরসভার পূর্বপুঠিয়াপাড়ার আসাদ আলী ওরফে সাথী খাতুন, দুয়ারী বাঁধের পাশে বসবাসকারী সাগর আলী ওরফে সাগরিকা ও কৃষ্টগঞ্জ সাওতালপাড়ার ধীরেন সরকার ওরফে নদী খাতুন। বাড়ি পাওয়ার কথা শুনেই উচ্ছ্বসিত তারা।