০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন


ধূমপায়ীর হারে বাংলাদেশ বিশ্বে অষ্টম
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২৩
ধূমপায়ীর হারে বাংলাদেশ বিশ্বে অষ্টম ফাইল ফটো


ধূমপায়ী জনসংখ্যার হারের দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। মার্কিন জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সম্প্রতি এ তথ্য প্রকাশ করে বলা হয়, বাংলাদেশের ৩৯ দশমিক ১০ শতাংশ জনগোষ্ঠীই ধূমপায়ী। এর মধ্যে ১৭ দশমিক ৭০ শতাংশ নারী।  

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের পরিসংখ্যান অনুযায়ী, ধূমপায়ী জনগোষ্ঠীর তালিকায় শীর্ষে আছে নাউরু। দেশটির ৫২ দশমিক ১০ শতাংশ মানুষ ধূমপায়ী। নাউরুর পরই রয়েছে কিরিবাতি (৫২ শতাংশ)। তালিকায় তৃতীয় (৪৮ দশমিক ৭০ শতাংশ) স্থানে রয়েছে টুভ্যালু। 

ধূমপায়ীর হারে বাংলাদেশের আগে থাকা দেশগুলো হলো, মিয়ানমার (৪৫ দশমিক ৫০ শতাংশ), চিলি (৪৪ দশমিক ৭০ শতাংশ), লেবানন (৪২ দশমিক ৬০ শতাংশ) এবং সার্বিয়া (৪০ দশমিক ৬০ শতাংশ)। 

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পুরুষদের মধ্যে ধূমপায়ীর হার অনেক বেশি। সে তুলনায় নারীদের মধ্যে এই হার নগণ্য। যেমন ইন্দোনেশিয়ায় পুরুষের ৭৬ দশমিক ২০ শতাংশ ধূমপায়ী, নারীদের মধ্যে এই হার ৩ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশে পুরুষ ও নারীদের মধ্যে এই হার যথাক্রমে ৬০ দশমিক ৬০ ও ১৭ দশমিক ৭০ শতাংশ।