২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩৩:৫৭ পূর্বাহ্ন


পাইপলাইনে ডিজেল আসা শুরু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৩
পাইপলাইনে ডিজেল আসা শুরু ফাইল ফটো


প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে সংযুক্ত হলো বাংলাদেশ ও ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন’ উদ্বোধন করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, রামেশ্বর তেলিসহ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা যোগ দেন। মৈত্রী পাইপলাইন উদ্বোধনের পরপরই আসামের নুমালিগড় থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরের ডিপোতে ডিজেল আসা শুরু হয়েছে।

পাইপলাইনটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, এটি বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি পারস্পরিক সুবিধার জন্য দুই দেশের মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও তাঁরা জোর দেন।