২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫৪:১৬ পূর্বাহ্ন


স্মার্ট বাংলাদেশের কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৩
স্মার্ট বাংলাদেশের কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না ফাইল ফটো


স্মার্ট বাংলাদেশের কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। কোনো মানুষই গৃহহীন থাকবে না, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জে আয়োজিত সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। আরও বলেন, জাতির পিতার আর্দশেই শিশুদের বিনামূল্যে বই ও শিশুদের উপবৃত্তি দেয়া হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার করেন। বলেন, আগামীর ভবিষ্যৎ শিশুদের সুস্থ্য স্বাভাবিক জীবন দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

এর আগে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে এদিন সকালে টুঙ্গিপাড়া পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে সকাল পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তখন বাজানো হয় বিউগল, দেয়া হয় গার্ড অব অনার। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় বঙ্গবন্ধুর সমাধিতে।