২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০২:৪৪:৪৩ অপরাহ্ন


গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২২
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২ গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২


রাজশাহীর গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (২২ জানুয়ারি) বিকাল সোয়া ৫টায় গোদাগাড়ী থানাধীন পাঁচগাছী জামাদানী পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন মধুপুর বটতলা গ্রামের টিক্কা খানের ছেলে মোঃ হৃদয় ইসলাম ওরফে বিশাল (২০) ও একই থানাধীন বৃন্দারামপুর গ্রামের মোঃ আলমগীর হোসেন বাদশার ছেলে মোঃ জসীম ইসলাম (১৮)।

অভিযান পরিচালনা করেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। 

উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(গ) ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজশাহীর সময় /এএইচ