১১ মে ২০২৪, শনিবার, ০২:২২:৩২ পূর্বাহ্ন


নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৩
নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১০ দফা দাবিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলাইপুর এলাকায় বিএনপি শান্তিপূর্ণভাবে পদযাত্রা বের করলে কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান শাহীন জানান, বিএনপির নেতাকর্মীরা শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ে আসার আগে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। বেশ কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটান বলে দাবি করেন তিনি।

তবে সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা বের করেন। দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের হাফরাস্তা হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে দুলু বলেন, এই সরকার মুমূর্ষু রোগীতে পরিণত হয়েছে। এ ধরনের রোগীকে বাঁচাতে শেষ মুহূর্তে ওষুধ দিলেও বাঁচানো সম্ভব হয় না; তেমনি এই সরকারও এক বছর পর ক্ষমতায় থাকতে পারবে না। এই বছরই আওয়ামী লীগের ক্ষমতার শেষ বছর।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম হোসেন বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেছে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনাটি তারা অবহিত নন।