২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:৪৯:১০ পূর্বাহ্ন


ফতুল্লায় আগুনে পুড়ে ঘুমন্ত নারী শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৩
ফতুল্লায় আগুনে পুড়ে ঘুমন্ত নারী শ্রমিকের মৃত্যু ফাইল ফটো


নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ইটভাটায় বসবাসরত শ্রমিকদের ৯০টির মতো ঝুপড়িঘর ছাই হয়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় রোকেয়া (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ফেরিঘাটের কাছে এনবিএম ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রোকেয়ার স্বামী হারুন অর রশিদও এনবিএম ইটভাটার শ্রমিক; তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। এক বছর আগে তাদের বিয়ে হয়েছে বলে জানান সহকর্মীরা।

শ্রমিকরা জানান, রাত ১টার দিকে হঠাৎ একটি ঝুপড়িঘরে আগুন লাগে। পরে জেবিসি ইটভাটার ঝুপড়িঘরেও সে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই ইটভাটায় প্রায় ৯০টি ঝুপড়িঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এনবিএম ইটভাটার ঝুপড়িঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করে।

ফতুল্লা বিসিক শিল্পনগরী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আলম হোসেন জানান, আগুনে ৯০টির মতো ঝুপড়িঘর পুড়ে গেছে। খবর পেয়ে মৃত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।