০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৭:১৭ অপরাহ্ন


ঢাকায় শোডাউনের ব্যাপক প্রস্তুতি বিএনপির
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৩
ঢাকায় শোডাউনের ব্যাপক প্রস্তুতি বিএনপির ফাইল ফটো


গ্যাস, বিদ্যুতসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ঢাকায় শোডাউনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ করবে দলটি।

এরইমধ্যে ব্যানার, ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন নয়াপল্টনে। এই সমাবেশ থেকে ঘোষণা করা হবে আন্দোলনের নতুন কর্মসূচি।

বিএনপি নেতারা বলছেন, সম্প্রতি ঢাকায় ৪টি পদযাত্রার অভিজ্ঞতা থেকে আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে এবার গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা আসতে পারে।

এর আগে ১০ দফা দাবিতে গণমিছিল, গণঅবস্থান এবং বিক্ষোভ সমাবেশে করেছে দলটি।

এদিকে ঢাকা ছাড়াও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে সব বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮টি বিভাগীয় শহরের বাইরেও কুমিল্লা ও ফরিদপুর শহরে সমাবেশ করবে তারা। এতে বড় জনসমাগম করার চিন্তা করছে দলটি।

এদিন ঢাকাসহ তিন বিভাগে সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও।