২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:২৮:৪৮ অপরাহ্ন


অপহরণের ১৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২২
অপহরণের ১৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার ফাইল ফটো


অপহরণের ১৫ দিন পর ৯ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া বর্মণপাড়া এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজের সাথে কথা হলে তিনি স্কুলছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

ওসি জানান, মেয়েটির বাবার অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় নওপাড়া বর্মণপাড়া এলাকার বাসিন্দা বকুল বর্মণের ছেলে অভিযুক্ত অজয় বর্মণদের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে পুলিশ ও স্কুলছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানা গেছে, নওপাড়া বর্মণপাড়া এলাকার বাসিন্দা অজয় বর্মণ ও তার পরিবারের লোকজন একই এলাকার বাসিন্দা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীটির পরিবারের ক্ষতি করার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছিল। এরই জের ধরে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় অজয় বর্মণ ও তার পরিবারের লোকজন মিলে ওই স্কুলছাত্রীকে বাড়ির সামনে রাস্তার উপর একা পেয়ে তারা ফুসলিয়ে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে মেয়েকে ফেরত দেওয়ার জন্য তার বাবা অপহরণকারীদের বললে উল্টো তারা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েও মেয়েকে ফেরত না পেয়ে অবশেষে শনিবার কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলছাত্রীটির বাবা। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সন্ধ্যায় স্কুলছাত্রীকে উদ্ধার করে।

রাজশাহীর সময় /এএইচ