১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:১৯:৫৯ পূর্বাহ্ন


পুঠিয়ায় জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Rajshahir Somoy Desk
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২২
পুঠিয়ায় জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুঠিয়ায় জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


পুঠিয়া প্রতিনিধি: বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৯ জানুয়ারী) সন্ধায় পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সংসদ ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এড. নাদিম মোস্তফার নির্দেশক্রমে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টোর উদ্যোগে উপজেলার বিরালদহ বাজারে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রবীণ বিএনপি নেতা ফজলু সরদারে সভাপতিত্বে পুঠিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবীব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাষ্টার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুঠিয়া পৌসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল হক আসাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, বিএনপি নেতা মতিউর রহমান মতি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক রজব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব নাদিম সরকার বাবু, বিএনপি নেতা পলান সর্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী, মানিক হোসেন, মোর্শেদ লোটাস, পৌর যুবদল নেতা জাইদুল শেখ, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালানা করেন মাইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউসুফ আলী।