২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০২:১৭:৩৭ অপরাহ্ন


বাঘায় দুস্থদের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২২
বাঘায় দুস্থদের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ বাঘায় দুস্থদের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ


রাজশাহীর বাঘায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ব‍্যাংক এশিয়া । 

শনিবার (২২ জানুয়ারী) বিকেলে  উপজেলার বাউসা ইউপির  হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে  ব্যাংক এশিয়ার  বাউসা এজেন্ট  ব‍্যাংক শাখার অর্থায়নে  একশত পঞ্চাশ জন অসহায় মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয় ।

আয়োজিত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার বাউসা শাখার এজেন্ট ব্যাংক এশিয়ার পরিচালক রতন কুমার ভৌমিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাউসা শাখার এজেন্ট ব্যাংক এশিয়ার টিম লিডার মাহামুদ হাসান, ক্যাশ ইনচার্জ রায়হান উদ্দিন,  সাবেক মেম্বার রেজাউল ইসলাম প্রমুখ । 

রাজশাহীর সময় /এএইচ