চট্টগ্রামে ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৭। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী লিংক রোডে পাহাড়ের ছনহুরা এলাকার একটি কারখানা থেকে এসব উদ্ধার করা হয়। এসময় ৩ কোটি টাকার মদ তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
চোলাই মদ তৈরির বিশাল কারখানাটি ধ্বংস করেছে র্যাব। অভিযানকালে বিদ্যুৎ খন্দকার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কামাল ও মামুন নামে দুইজন পলাতক রয়েছেন।
শনিবার বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবছার জানান, উদ্ধার মদের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
নুরুল আবছার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ খন্দকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ খন্দকারসহ অন্যরা পাহাড়ের গহীনে চোলাই মদ তৈরি করে আসছিল। গ্রেপ্তার বিদ্যুৎ খন্দকারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় / এফ কে