২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:২৫:৫৬ পূর্বাহ্ন


বাঁ হাত দিয়ে খেতে হচ্ছে পরীমনিকে, সন্তানকেও কোলে নিতে পারছেন না
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২২
বাঁ হাত দিয়ে খেতে হচ্ছে পরীমনিকে, সন্তানকেও কোলে নিতে পারছেন না ফাইল ফটো


অসাবধানতাবশত নিজ ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতেই বসুন্ধরার বাসায় ফিরেছেন তিনি। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

পরীমনি বলেন, হাসপাতালে ছয়-সাত ঘণ্টার মতো ছিলাম। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছেন। মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না।

তিনি বলেন, এখন বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে আমার। বিরক্তিকর একটা অবস্থা। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। কেমন যে লাগে!

হাতের কারণে সন্তান রাজ্যকেও ঠিকমতো কোলে নিতে পারছেন না জানিয়ে পরীমনি বলেন, রাজ্য শুয়ে থাকতে চায় না। এখন আস্তে আস্তে  বড় হচ্ছে। একটু শুইয়ে রাখলে কোলে উঠতে চায়। চিৎকার করে। আঙুলে আঘাত লাগার আগে শুইয়ে রাখলে এত যন্ত্রণা দিত না। এখন আমি কোলে নিতে পারছি না। আর এখনই কোলে ওঠার জন্য যন্ত্রণা দিচ্ছে। 

এদিকে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি আগামী ২০ জানুয়ারি মুক্তির সময় ঠিক হয়েছে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটবে তার। 

এ ব্যাপারে পরীমনি বলেন, ছবি মুক্তির এখনো এক মাস বাকি আছে। এর মধ্যে হাতের এই অবস্থা নিয়ে বাইরে বের হওয়া যাবে না। প্রচারটা ঘরে বসেই করতে হবে। তারপরও এখনো সময় আছে। তত দিনে দেখা যাক আঙুলের অবস্থা কী হয়।