২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:২৬:৩৭ অপরাহ্ন


বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪ দেশের ২০০ চিত্রশিল্পীর শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪ দেশের ২০০ চিত্রশিল্পীর শ্রদ্ধা ফাইল ফটো


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১১৪টি দেশের ২০০ জন চিত্রশিল্পী। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চিত্রশিল্পীরা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও প্রার্থনায় অংশ নেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। ভারত, আমেরিকা, ব্রিটেন, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুরস্কসহ ১১৪টি দেশের ২০০ চিত্রশিল্পী এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ১৯তম জাতীয় এশিয়া চারুকলা প্রদর্শনীতে ১১৪টি দেশের ২০০ চিত্রশিল্পী অংশ নিয়েছেন। সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।