২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:৫৫:০০ অপরাহ্ন


দেশে বায়ু দূষণে ২০১৯ সালে ৭৮ হাজার মানুষের মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২২
দেশে বায়ু দূষণে ২০১৯ সালে ৭৮ হাজার মানুষের মৃত্যু ফাইল ফটো


বায়ু দূষণ খাতে ২০১৯ সালে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ৩ দশমিক ৯ থেকে ৪ দশমিক ৪ শতাংশ খরচ করার পরেও সে বছর দেশে অন্তত ৭৮ হাজার ১৪৫ জন মারা গেছেন।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের 'ব্রিদিং হেভি: নিউ ইভিডেন্স অন এয়ার পলিউশন অ্যান্ড হেলথ ইন বাংলাদেশ’ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে ঢাকা ও সিলেটের বাসিন্দাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব মূল্যায়ন করা হয়েছে।

এতে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট, কাশি, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ বিষণ্ণতা ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। বায়ু দূষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন ৫ বছরের কম বয়সী শিশু ও প্রবীণরা।

ঢাকা শহরে অধিক ভবন নির্মাণ ও যানবাহন অধ্যুষিত এলাকাগুলোতে বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর বাতাসে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বিপজ্জনক বলে বিবেচিত সূক্ষ্ম কণা রয়েছে, যার মাত্রা ডব্লিউএইচওর বায়ুর গুণমান নির্দেশিকা থেকে গড়ে ১৫০ শতাংশ বেশি।

ঢাকার আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে এই সূক্ষ্ম কণার সবচেয়ে বেশি ঘনত্ব পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে সিলেটে দেশের সবচেয়ে বিশুদ্ধ বায়ু রয়েছে। কিন্তু এই বিভাগে এখনও গড় পিএম২.৫ ঘনত্বের মাত্রা ডব্লিউএইচওর বায়ুর গুণমান নির্দেশিকা থেকে গড়ে ৮০ শতাংশ বেশি।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পশ্চিমাঞ্চল (খুলনা ও রাজশাহী) পূর্বাঞ্চলের (সিলেট ও চট্টগ্রাম) তুলনায় বেশি দূষিত।