ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এই নিয়ে ন' মাসে পড়ল। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
এরই মধ্যে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সিনিয়র কর্মকর্তা মাইখাইলো পোডোলিয়াক।
মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের ১০ হাজার থেকে ১৩ হাজার সৈন্য মারা গিয়েছেন।
এর আগে, গত জুন মাসে প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা বলেছিলেন, রাশিয়ার হামলায় প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছেন। এছাড়া নভেম্বর মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেছিলেন, ইউক্রেনে ১ লাখেরও বেশি রাশিয়ান সামরিক কর্মী নিহত বা আহত হয়েছেন। কিয়েভের বাহিনীও সম্ভবত একই রকম হতাহতের শিকার হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।