০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৩৭:২২ অপরাহ্ন


গণগ্রেফতার করে বিরোধী দল দমনে উৎসব চলছে: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২২
গণগ্রেফতার করে বিরোধী দল দমনে উৎসব চলছে: মির্জা আব্বাস ফাইল ফটো


সমাবেশে সরকার বাধা দেবে না বললেও গণগ্রেফতার করে বিরোধী দল দমনে উৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীতে সমাবেশের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে আদালতে জামিনের জন্য গেলেই নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সরকারের মধ্যে একটা গ্রুপ বোমা ফাটিয়ে নেতাকর্মীদের গ্রেফতারের পাঁয়তারা করছে। বিএনপির নামে স্লোগান দিয়ে ঢাকা শহরে বোমাবাজি করা হচ্ছে।

 বিএনপির সমাবেশে সরকার বাধা দিচ্ছে না আওয়ামী লীগের এমন দাবি পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন, সরকার বাধা দেবে না বললেও গণগ্রেফতার করে বিরোধী দল দমনে উৎসব চলছে, বিএনপি এতে ভীত নয়। বিএনপির আবেদনপত্রে নয়াপল্টনের সমাবেশের স্থান দেয়া হয়েছে। সমাবেশের স্থান নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে সরকার।

এদিকে আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ উপলক্ষে ৫টি কমিটি করা হয়েছে বলে জানানো হয়েছে।