বলিউড সুপারস্টার সালমান খানের মাদক সেবন নিয়ে মাসখানেক আগেই বিতর্কিত মন্তব্য করেছিলেন যোগগুরু রামদেব। আর এবার মহিলাদের নিয়ে মন্তব্য করে তার থেকেও বড় বিতর্ক বাঁধিয়ে বসলেন তিনি। মুম্বইয়ে মহিলাদের জন্য আয়োজিত একটি যোগ প্রশিক্ষণ শিবিরে গিয়ে রামদেব বলেন, ‘মেয়েরা যদি আমার মতো কিছু না পরেও থাকে, তাহলেও তাদের সুন্দর দেখায়।’ যোগগুরুর মুখে একথা শুনে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান সেখানে উপস্থিত সকলেই।
সেই যোগ প্রশিক্ষণ শিবিরে থাকা একজনের কথায়, তখন সভাস্থলে ছিলেন একঝাঁক মহিলা। যেহেতু মহিলাদের জন্যই ওই শিবিরের আয়োজন হয়েছিল, তাই মেয়েদের সংখ্যাই বেশি ছিল সেখানে। এমনকী মঞ্চে বসেছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের স্ত্রী অম্রুতা ফড়ণবিশও। তাঁর সামনেই এমন বিতর্কিত মন্তব্য করে বসেন রামদেব।
দিনদুয়েক আগের এই ঘটনা নিয়ে জোর বিতর্ক ছড়িয়েছে দেশের বিভিন্ন মহলে। তার উপর মঞ্চে যখন স্বয়ং উপ মুখ্যমন্ত্রীর স্ত্রী উপস্থিত, সেখানে এই ঘটনা যে রাজনৈতিক দিকে মোড় নেবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল রামদেবকে গোটা দেশের মহিলা সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। টুইট করে তিনি লেখেন, ‘বহু মহিলার সামনে রামদেব যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অপমানজনক। তিনি মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন। অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’
রামদেবের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলও তোলপাড়। জানা গেছে, অম্রুতা ফড়ণবিশ ছাড়াও ওই অনুষ্ঠান মঞ্চে ছিলেন শিবসেনার বিরুদ্ধ গোষ্ঠীর নেতা তথা মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে সাংসদ শ্রীকান্ত শিন্ডে-সহ সে রাজ্যের বেশ কিছু বিজেপি নেতা। রামদেবের এই মন্তব্যে তাঁরাও বেকায়দায় পড়েছেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই ঘটনায় সরাসরি তাঁদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ‘রামদেবের এই অনুষ্ঠানে সবাই স্টেজ আলো করে বসেছিলেন। কিন্তু তিনি যখন মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বললেন, তখন কেউই এর প্রতিবাদ করলেন না।