যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তাদের ঘাঁটি লক্ষ্য করে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে হামলায় নিজেদের বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে সিরিয়ার আল-শাদ্দাদিতে তাদের ঘাঁটিতে 'কোয়ালিশন ফোর্স'কে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ওই বিবৃতিতে আরো বলা হয়, রকেট হামলায় কোয়ালিশন ফোর্সের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
তবে কারা ওই হামলা চালিয়েছে, সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
আলজাজিরা জানিয়েছে, সম্প্রতি ইস্তাম্বুলে বোমা হামলার ঘটনার প্রতিশোধ নিতে সিরিয়া ও ইরাকে কুর্দি বাহিনীর ওপর বিমান হামলা শুরু করে তুরস্ক। তা নিয়ে সিরিয়া-তুরস্ক সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে।
তুরস্কের অভিযোগ, হামলা চালিয়ে ছয় জনকে হত্যার পেছনে রয়েছে কুর্দি বাহিনী। যদিও কুর্দি বাহিনী ঘটনার সঙ্গে যে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। এ পরিস্থিতিতে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হলো।
সিরিয়া থেকে তুরস্কে রকেট হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র: আলজাজিরা।