২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৮:২৩:১৬ অপরাহ্ন


জেরুজালেমে জোড়া বিস্ফোরণ, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২২
জেরুজালেমে জোড়া বিস্ফোরণ, নিহত ১ ফাইল ফটো


জেরুজালেমের দুই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। ইসরায়েলের কর্মকর্তা এই তথ্য জানান। বুধবার (২৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের পুলিশ বলছে, বুধবার সকালে এই বিস্ফোরণ হয়েছে। এই হামলার জন্য তারা ফিলিস্তিনিকে সন্দেহ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এর আগে ফিলিস্তিনি কর্মকর্তারা জানায়, অধিকৃত পশ্চিমতীরের নাবলুশ শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এর কয়েক ঘণ্টা পরেই জেরুজালেমে বিস্ফোরণের ঘটনা ঘটলো। 

প্রথম বিস্ফোরণটি সকাল ৭ টা নাগাদ এক ইসরায়েলি বাস স্টেশনের কাছে ঘটে। প্রথম বিস্ফোরণে অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। 

এরপরের দ্বিতীয় বিস্ফোরণ উত্তরাঞ্চলীয় জেরুজালেমের রামত জংসনের কাছে ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।