২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৮:২৩:২৩ অপরাহ্ন


রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২২
রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত


রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের প্রায় অর্ধেক বিদ্যুৎ ব্যবস্থাকে বিকল করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ইউক্রেনীয় প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শীত শুরু হওয়ার আগেই রাজধানী কিয়েভের মূল পাওয়ার গ্রিড সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

শুক্রবার প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিসের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ইউক্রেনের বেসামরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের জ্বালানি ব্যবস্থার প্রায় অর্ধেক বিকল করেদিয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যমিহাল'র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার দিনিপ্রোর পিভদেনমাশ কারখানাসহ শহরজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওই শহরের ২৩ জন আহত হয়েছেন। ৭০টিরও অধিক ক্ষেপণাস্ত্র সেখানে পড়েছে। শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ পরিকাঠামো এই হামলায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে হয়ে গেছে।বর্তমানে নিকোপোলের হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ ও পানিশূন্য অবস্থায় আছে।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, দেশটির প্রায় ১ কোটি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

ইউক্রেনের ন্যাশনাল গ্রিড অপারেটর ইউক্রেনারগো বলেছে, রাশিয়া ১০ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ছয়টি বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে বিদ্যুৎ পরিস্থিতি ব্যপক অবনতি হয়েছে। তবে কর্মকর্তারা দেশব্যাপী বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন বলে জানায় সংস্থাটি।

এদিকে, বিদ্যুৎ ও পানি সংকটের কারণে চলতি শীতে দেশটিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করেছে জাতিসংঘ।


সূত্র: আলজাজিরা