২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০২:০৮:৪৫ অপরাহ্ন


চারঘাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২২
চারঘাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ১ চারঘাটে ইয়াবাসহ মাদক কারবারী সহিদুজ্জামান তপন (৪৫) গ্রেফতার।


রাজশাহীর চারঘাটে ৯৪০ পিচ ইয়াবাসহ সহিদুজ্জামান তপন (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চারঘাট থানাধীন চারঘাট বাজার সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজার পাড়া (০৬নং ওয়ার্ড) গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে সহিদুজ্জামান তপন।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১০(ক) ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজশাহীর সময় /এএইচ