২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৫:৫৪:২৯ অপরাহ্ন


ফের মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন, ঘোষণা ট্রাম্পের
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২২
ফের মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন, ঘোষণা ট্রাম্পের ফের মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন, ঘোষণা ট্রাম্পের


২০২০ সালে পরাজয়ের পর থেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছেন। তাঁর বক্তব্য, পরিচ্ছন্ন ও সঠিক নির্বাচন হলে তিনি কোনও অবস্থাতেই ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হতেন না। সেই ধারণা এবং বিশ্বাস থেকেই ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে রিপাব্লিকান প্রার্থী হওয়ার জন্য ময়দানে কোমর বেঁধে নেমে পড়লেন।

মার্কিন কংগ্রেসের অন্তর্বর্তী নির্বাচনে রিপাব্লিকানদের আশানরূপ ফল না হওয়ায় ফ্লোরিডার মার-আ-লাগো এস্টেটে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।

টেলিভিশনের লাইভ সম্প্রচারে প্রাক্তন প্রেসিডেন্টকে শতাধিক সমর্থকের উপস্থিতেতে অসংখ্য ঝাড়বাতি ও আমেরিকান পতাকায় সজ্জিত একটি বলরুমে ভাষণ দিতে দেখা যায়। সেখানে সমর্থকদের উল্লাসধ্বনির মধ্যে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমেরিকাকে আবার মহান দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে আমি আজ নিজেকে (পরবর্তী) প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করছি।’   

‘২০২৪-এ প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প’নামে একটি কমিটি তৈরি করে ট্রাম্প অনুগামীরা ইউএস ফেডারেল ইলেকশন কমিশনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কাজ সারেন। যদিও রিপাব্লিকান দলের পক্ষে প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগে এখনও দীর্ঘ পথ হাঁটা বাকি। প্রেসিডেন্ট পদপ্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা হবে ২০২৪ এর গ্রীষ্মে। তার আগে প্রাদেশিক স্তরে একাধিক নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত নিজেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্পের ঘোষণা সময়ের কিছুটা আগেই করা হয়েছে। তাঁর এই ঘোষণার মধ্যে দিয়ে তিনি সম্ভাব্য পদপ্রার্থী ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টস এমনকী ট্রাম্পের নিজের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ২০২৪ সালের প্রেসিডেন্ট পদে লড়াই থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে চেয়েছেন বলেই মনে করছেন সে দেশের রাজনৈতিক মহল।