২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৫:৫৭:১৮ অপরাহ্ন


ফের কিয়েভ-সহ ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২২
ফের কিয়েভ-সহ ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা ফাইল ফটো


ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এতে শহরটির কেন্দ্রে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসি'র।

ধারণা করা হচ্ছে ইউক্রেনজুড়ে রাশিয়া হামলা চালিয়েছে। মিকোলাইভ, চেরনিহিভ এবং ঝাপোরিজঝিয়া অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসকো বলেন, পেচেরস্ক জেলায় তিনটি আবাসিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে বিশ্বের প্রভাবশালী নেতারা অবস্থান করছেন। ইতিমধ্যে বহু নেতাই ইউক্রেনের এই যুদ্ধে রাশিয়ার ওপর নিন্দা জানিয়েছেন। ভিতালি বলেছেন, কিয়েভে রাশিয়ার ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা অবস্থান করছেন।

এ ছাড়া দেশজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। মিকোলাইভের মেয়র ভিতালি কিম বলেছেন, তিন দফায় রুশ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে অঞ্চলটিতে। অন্যদিকে চেরনিহিভের গভর্নর সেখানের লোকদের নিরাপদ স্থানে থাকতে সতর্ক করেছেন।

গত সপ্তাহে খেরসন থেকে সেনাদের প্রত্যাহার করে নেয় রাশিয়া। এটিকে ইউক্রনের সেনাবাহিনীর জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। এরপরেই নতুন করে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া।