আর চার-পাঁচ জন যুগলের মতো তাঁরা দাঁড়িয়ে পরস্পরকে আলিঙ্গন করে চুম্বন করতে পারেন না। ঘনিষ্ঠ হয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট রাখতে হলে তাঁদের বসতে হয়। নয়তো হাঁটু মুড়ে বসতে হয় প্রেমিককে। এ জন্য অবশ্য তাঁদের কোনও সমস্যা হয় না। বরং প্রেমের জোয়ারে গা ভাসিয়ে হাসিখুশি ভাবেই দিনযাপন করছেন ওই যুগল।
ভাবছেন নিশ্চয়ই যে, ওই যুগল সবসময় বসেই চুম্বন করেন কেন! আসলে প্রেমিক অস্বাভাবিক লম্বা। আর উচ্চতার নিরিখে প্রেমিকা অনেকটাই খাটো। প্রেমিকের উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি। আর প্রেমিকার উচ্চতা ৫ ফুট। অর্থাত্ তাঁদের মধ্যে উচ্চতার ফারাক ২২ ইঞ্চি।
রাস্তায় ডিলান পেইন্টার ও তাঁর প্রেমিকা ব্রুক ডস্টিলিওকে দেখে অবাক হয়ে যান পথচলতি মানুষরা। উচ্চতার এমন আকাশ-পাতাল ফারাক নিয়ে অনেক কথাও তাঁদের শুনতে হয়। তবে গোটা বিষয়টাই খুব উপভোগ করেন ওই যুগল।
তাঁদের উচ্চতা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় যুগলকে। এ নিয়ে সংবাদ সংস্থাকে তাঁরা জানিয়েছেন, প্রায়শই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। যৌন মিলনের সময় কোনও অসুবিধা হয় না? এ প্রশ্ন শুনে হাসেন তাঁরা। একই সঙ্গে জানিয়েছেন, তাঁরা খুব সুখেই রয়েছে। একে অপরের প্রতি খুবই স্বচ্ছন্দ বোধ করেন। আমেরিকার বাসিন্দা ২৫ বছর বয়সি ব্রুক বলেছেন, ''আমাদের উচ্চতার ফারাক নিয়ে আমরা অভ্যস্ত। কোনও অসুবিধাই হয় না।''যৌন মিলনের সময় যে তাঁদের মধ্যে উচ্চতার ফারাক বাধার প্রাচীর তৈরি করে না, সে কথাও বলেছেন ব্রুক।
জানা গিয়েছে, ২৪ বছরের ডিলান বাস্কেটবল প্লেয়ার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের আলাপ হয়েছিল। পরে সেই আলাপ প্রেমে গড়ায়। ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁদের এক সঙ্গে পথচলা শুরু হয়েছে। সম্প্রতি তাঁরা জার্মানিতে চলে গিয়েছেন। সেখানেই আপাতত থাকছেন ওই যুগল।
উচ্চতা খাটো হওয়ার কারণে রান্নাঘরের উঁচু তাকে রাখা সামগ্রী নামাতে পারেন না ব্রুক। কিন্তু এই কাজে তাঁকে সহজেই সাহায্য করেন প্রেমিক। প্রেমে পড়ার পর প্রথম চুম্বনের মুহূর্তও তুলে ধরেছেন ব্রুক। তাঁর কথায়, ''আমরা যখন একে অপরকে প্রথম চুম্বন করেছিলাম, তখন বসে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছিলাম। এখন যখন চুম্বন করি, তখন ওকে হাঁটু মুড়ে বসতে হয়। তবে সবটাই ভাল লাগে।''