২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:২৫:১১ পূর্বাহ্ন


বাগাতিপাড়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২২
বাগাতিপাড়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


নাটোরের বাগাতিপাড়ায় দরিদ্র চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল থেকে দিনব্যাপি সিরাজগঞ্জের অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের উদ্যোগে উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পে ১৪ জনের এক বিশেষজ্ঞ দল ৩৮০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেন। আই কেয়ার প্রোগ্রামের আওতায় মানবিক সাহায্য সংস্থা ক্যাম্পটির সমন্বয় করে। সেখান থেকে ৫০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য সিরাজগঞ্জের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্ষু ক্যাম্পের কার্যক্রম উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, ডাঃ মো. আশরাফুল উলুম, হাসপাতালের সমন্বয়ক মির্জা আহমেদ আলী, মানবিক সাহায্য সংস্থার নাটোর আঞ্চলিক ব্যবস্থাপক অনিমেষ আচার্য্য প্রমুখ ।